Wellcome to National Portal
Main Comtent Skiped

মিশন ও ভিশন

ভিশন (Vision) (রুপকল্প):

“সবার জন্য শিক্ষা ও পরিবেশ বান্ধব শিক্ষা অবকাঠামো নির্মাণ’’


মিশন  (Mission) (অভিলক্ষ্য) :

(ক) সকল শিক্ষার্থীদের পাঠদানের উপযোগী আধুনিক, বিজ্ঞানসম্মত ও পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ, স্বাস্থ্য সম্মত পয়ঃনিস্কাশন ব্যবস্থা ও সুপেয় পানি নিশ্চিত করণ।

খ) Development of UNICEF Standard Sanitary System বাস্তবায়ন।

গ) Arrangement of the Computer Lab of ICT facilities বাস্তবায়ন।

ঘ) Construction of Ramp with Bldg. for disable student safe & smooth movement.

ঙ) সকল ছাত্রছাত্রীদের উপযোগী আধুনিক, বিজ্ঞানসম্মত ও পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ ও সংস্কার। 

চ) 2021 এর আওতায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যুগোপযোগি ও মানসম্মত শিক্ষার প্রসারে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মাল্টিমিডিয়া ক্লাসরুম, আইসিটি ল্যাব স্থাপন, ইন্টারনেট সংযোগ, আইসিটি সুবিধাসহ ভবন নির্মাণ করে যাচ্ছে ।